Image description

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এক বিশাল জনসমাবেশে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার আগে লন্ডনে এটিই হতে পারে তার সর্বশেষ এবং বৃহত্তম রাজনৈতিক শোডাউন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে ফেরার কথা রয়েছে। এই প্রেক্ষাপটে বিজয় দিবসের এই সমাবেশকে বাড়তি গুরুত্বের সঙ্গে দেখছেন দলের নেতাকর্মীরা।

যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভাটি অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে। মঙ্গলবার বিজয় দিবসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। আয়োজকরা আশা করছেন, সেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও দলীয় নেতাকর্মীর সমাগম ঘটবে।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, তারেক রহমানের সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা কাজ করছে। অনুষ্ঠানটি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটি মূলত বিজয় দিবসের আলোচনা সভা হলেও, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি জনসভার রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনার দায়িত্বে থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

উল্লেখ্য, ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের রাজনৈতিক পটপরিবর্তনের সময় গ্রেফতার হন তারেক রহমান। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে ২০০৮ সালে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি জমান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন এবং দলের নেতৃত্ব দিচ্ছেন। আসন্ন ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার খবরে দলের ভেতরে ও বাইরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।