সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বুধবার (৩১ ডিসেম্বর) তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রাজধানীর শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
এর আগে, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বেগম খালেদা জিয়ার প্রতি আন্তর্জাতিক পর্যায়ের শ্রদ্ধা ও গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তাঁর প্রয়াণে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও কূটনৈতিক মিশনগুলো শোক প্রকাশ করেছে।
মানবকন্ঠ/আরআই




Comments