ক্রমাগত হুমকির অভিযোগ করার এক মাসের মাথায় গুলিবিদ্ধ হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। শুক্রবার দুপুরের দিকে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।’
তবে ঘটনার সঠিক স্থান সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, “আমরা শুনেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, তা এখনও আমরা জানতে পারিনি।”
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তিনি হামলার শিকার হন। তবে কারা এই গুলি চালিয়েছে বা হামলার নেপথ্যে কারা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত নভেম্বরেই নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছিলেন এই তরুণ রাজনীতিক। ১৪ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।
ওই পোস্টে তিনি লিখেছিলেন, “গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো—আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।”
দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে ক্রমাগত হুমকির বিষয়টি তিনি জনসমক্ষে আনলেও শেষ পর্যন্ত নির্বাচনের আগমুহূর্তে হামলার শিকার হতে হলো তাকে। তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।




Comments