Image description

বাংলাদেশকে পুনরায় পেছনের দিকে ঠেলে দেওয়ার সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পরিস্থিতি মোকাবিলায় দেশের ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ী ও অর্থনৈতিক নেতাদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, "দেশকে আবারও পেছনে টেনে নেওয়ার অনেক চক্রান্ত চলছে। সেখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালে আমাদের সন্তানদের বুকের রক্তে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আসুন সবাই মিলে সেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। তবেই আমাদের নেত্রীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।"

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর বিগত সরকারের দমন-পীড়ন ও মিথ্যা মামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, "তিনি (খালেদা জিয়া) একটি জাতিকে জাগিয়ে তুলেছিলেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। কারাবাস ও নানা নিগ্রহের পরও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি।" এ সময় বেগম জিয়াকে উৎসর্গ করা কবি আল মাহমুদের একটি কবিতাও পাঠ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন যে, বেগম খালেদা জিয়ার বিদায়ে যে শূন্যতা তৈরি হয়েছে, তা দেশবাসীকে নতুন করে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, "আসুন আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করি এবং জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশের একটি নতুন ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করি।"

আইসিসি সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবী নেতারা। বক্তারা বেগম খালেদা জিয়ার গণতন্ত্রকামী রাজনৈতিক জীবন এবং দেশের অর্থনীতিতে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

মানবকণ্ঠ/আরআই