
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীসহ দুজনকে পিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ধ্বংসস্তূপ দেখতে এসে পিটুনির শিকার হন তারা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা ১১টার দিকে এক ব্যক্তি ৩২ নম্বরের ওই বাড়ির সামনে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই ব্যক্তিকে পেটান। পিটুনি খেয়ে তিনি একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে আহত অবস্থায় সেখান থেকে অন্যত্র সরিয়ে নেন কয়েকজন। একপর্যায়ে তাঁকে রিকশায় তুলে দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এর কিছুক্ষণ পরে সালোয়ার-কামিজ পরিহিত মধ্যবয়সী এক নারী ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে নানা কথা বলতে থাকেন। ওই নারী বাড়িটিকে ‘আপার বাড়ি’ বলছিলেন। এ নিয়ে সেখানে থাকা ক্ষুব্ধ জনতার সঙ্গে ওই নারীর বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে ক্ষুব্ধ জনতা ওই নারীকে পিটুনি দেন ও লাঞ্ছিত করেন।
এদিকে বুধবার (৫ ফেব্রুয়ারি) সারা রাত ধানমন্ডি ৩২ এর বাড়িটির অর্ধেক ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর বৃহস্পতিবার সকালেও বাকি অর্ধেক ভাঙার কাজ চলছিল। একটি এক্সকেভেটর দিয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাড়িটি ভাঙা হয়। পরে এক্সকাভেটরটি নিয়ে যাওয়া হয়।
এছাড়া ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলতে দেখা যায়। পোড়া ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া। অন্যদিকে সকাল থেকে উৎসুক জনতা ভাঙা বাড়িটি দেখতে ধানমন্ডি ৩২ নম্বরে ভিড় জমাচ্ছেন। উৎসুক জনতা ও ভাঙারি দোকানের লোকজনকে ধ্বংসস্তূপ থেকে বই, লোহাসহ বিভিন্ন জিনিস নিয়ে যেতে দেখা যায়। তবে বাড়িটির আশপাশে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে দেখা যায়নি। যদিও ধানমন্ডি ৩২ এর অদূরে মেট্রো শপিংমলের সামনে পুলিশের কিছু সদস্যকে বসে থাকতে দেখা যায়।
ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত এ বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়।
মানবকণ্ঠ/এসআরএস
Comments