
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাউসার (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। কাউসার একটি মশার কয়েল স্ট্যান্ড কারখানায় কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনেরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কাউসারকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শারমিন বলেন, ‘আমি এবং কাউসার একটি কয়েল স্ট্যান্ড ফ্যাক্টরিতে কাজ করি। ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখি ৩ ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। পরে আহত অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, কাউসার আর বেঁচে নেই। তাউসার মাতুয়াইল মৃধাবাড়ী এলাকায় থাকত। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা ঢাকা মেডিকেলে আসতেছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘যাত্রাবাড়ী থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানিয়েছি। হাসপাতালে নিয়ে আসা শারমিন জানায় ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।’
মানবকণ্ঠ/এসআরএস
Comments