Image description

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ প্রায় ২০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার মধ্যরাতে ওই উপজেলার ধবলসুতি এলাকার গাটিয়ারভিটা ও বড়িমারী এলাকার ঝালংগি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।

পুলিশ জানান, সীমান্ত থেকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি শিশুসহ ২০ জনকে আটক করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা ৪-৫ বছর আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে কাজ করতো।

ভারতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে ১৮৬ জনকে আটক করে সেখানকার পুলিশ। পরে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেয় ভারতীয় পুলিশ। বুধবার রাতে বিএসএফ লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ২০জনকে বাংলাদেশে পুশ ইন করে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।