রেললাইন পাচারের সময় পিডব্লিউ ইনচার্জ সুলতান মৃধা গ্রেফতার
সৈয়দপুর রেলওয়ে কারখানার পিডব্লিউ অফিসের স্টোর থেকে রাতের আধারে বিপুল পরিমাণ রেললাইন পাচারের ঘটনায় অফিস ইনচার্জ সুলতান মৃধাকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) তদন্ত পূর্বক ঘটনার সত্যতা পাওয়ায় দুপুর তিনটায় তাঁকে তার অফিস থেকে গ্রেফতার করা হয়।
এর আগে জিজ্ঞাসাবাদে তিনি তার দোষ স্বীকার করেছেন।
পিডব্লিউ অফিসের স্টোরে ও ইয়ার্ডে রক্ষিত রেললাইন গ্যাস দিয়ে কেটে বিক্রি করেছেন। যা বৃহস্পতিবার ভোর রাতে দুইটি পিকআপ যোগে পাচার করা হচ্ছিল। পরে কয়েকজন সংবাদকর্মী তাৎক্ষনিক বিষয়টি রেলওয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ তথা পশ্চিামাঞ্চল রেলওয়ের সহকারী প্রধান প্রকৌশলী আহসান জাবির ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদকে অবগত করলে তারই প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে নামে এবং আলামত পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এতে সুলতান মৃধা ঘটনা স্বীকার করেন।এ নিয়ে মামলার প্রস্তুতি নিয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। সৈয়দপুর রেলওয়ে থানায় এই মামলা দায়ের করা হবে।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম বলেন, পিডব্লিউ এর স্টোর থেকে গ্যাসের সিলিন্ডার ও কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এখান থেকে বিপুল পরিমান রেললাইন গ্যাস দিয়ে কেটে পাচার করা হয়েছে। যা জিজ্ঞাসাবাদের সময় পিডব্লিউ ইনচার্জ সুলতান মৃধা স্বীকার করেছেন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় পদক্ষেপ নেয়া হবে। প্রাথমিকভাবে তাকে রেলওয়ে পুলিশের কাজে হস্তান্তর করা হয়েছে।
পার্বতীপুর আরএনবি’র ইন্সপেক্টার হাসান শিহাবুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিডব্লিউ ইনচার্জ সুলতান মৃধা তার অপরাধ স্বীকার করেছে।
এই অফিস যেহেতু পার্বতীপুর এইএন এর অধীনে সেই হিসেবে তার বিরুদ্ধে পার্বতীপুর আরএনবি ব্যবস্থা নিয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহামুদ-উন-নবী বলেন, মামলার কার্যক্রম চলমান। আসামীকে গ্রেফতার করে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।
এছাড়া আরও জিজ্ঞাসাবাদের পর এর সাথে জড়িতদের খোঁজ ও পাচারকৃত মালামাল উদ্ধারের
জন্য অভিযান চালানো হবে।




Comments