Image description

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মান্দারটা গ্রামে পাওনা টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে নিজ ছেলের হাতে তার মা করুনা রানী ভদ্র (৬২) নির্মমভাবে খুন হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাওনা টাকা নিয়ে মা করুনা রানী ভদ্র এবং তার ছেলে রবি চন্দ্র ভদ্রের (৪২) মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে রবি চন্দ্র ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে মায়ের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত ছেলে পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।