Image description

দেশের ইতিহাসে সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের রেকর্ড হয়েছে। চলতি অর্থবছরের জুলাই-আগস্টে এডিপি বাস্তবায়নের হার আড়াই শতাংশের কম। এসময় ব্যয় হয়েছে ৫ হাজার ৭১৪ কোটি ৮৩ লাখ টাকা, যা বরাদ্দের মাত্র ২ দশমিক ৩৯ শতাংশ। 

বুধবার একনেক সভার পর ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ হওয়ায়, ডিসেম্বর বা জানুয়ারিতেই সংশোধিত এডিপি ঘোষণার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। 

আইএমইডির তথ্যমতে, চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ রাখা হয় ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা। কিন্তু জুলাই-আগস্ট দুই মাসে ব্যয় হয়েছে মাত্র ৫ হাজার ৭১৪ কোটি ৮৩ লাখ টাকা। 

গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৭ হাজার ১৪৩ কোটি ৮ লাখ টাকা বা ২ দশমিক ৫৭ শতাংশ।