
কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৬৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ বাহিনী। তাদের মধ্যে ৪৪ জন নারী ও শিশু। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। সংঘবদ্ধ দালাল চক্রের সহায়তায় পাচারকারীরা তাদের পাহাড়ি আস্তানায় জড়ো করেছিল। কেউ মালয়েশিয়ায় ভালো জীবনের প্রলোভনে সেখানে যায়, আবার কাউকে অপহরণ করে নিয়ে গিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় পাচারকারী দলের ১৫-২০ জন পালিয়ে যায়, তবে আটক সম্ভব হয়নি।
কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, পাচারকারী দলের সদস্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ৬৬ জনের পরিচয় যাচাইয়ের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
আজ শুক্রবার দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, চলতি বছর টেকনাফে ৬২ জন মানব পাচারকারী গ্রেপ্তার এবং ৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। শীত মৌসুমে মানব পাচারের ঘটনা সাধারণত বেড়ে যায়।
Comments