Image description

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলায় হতাহতের সংখ্যা বেড়ে ১৮৩ জনে দাঁড়িয়েছে বলে দাবি করেছে হুতি প্রশাসন। নিহত ও আহতদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যাই বেশি।

বৃহস্পতিবার ইয়েমেনের হুতি প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি এক্স (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে জানান, সানার বেসামরিক স্থাপনা ও পরিষেবা কেন্দ্রগুলিতে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাঁর দেওয়া প্রাথমিক হিসাবে, এই হামলায় ৯ জন নিহত এবং ১৭৪ জন আহত হয়েছেন।

আল-আসবাহি আরও বিস্তারিত তথ্য দিয়ে জানান, নিহতদের মধ্যে দু'জন নারী ও চারজন শিশু রয়েছে। এছাড়া, আহতদের মধ্যে ৩৫ জন নারী এবং ৫৯ জন শিশু। 

তিনি উল্লেখ করেন, ধ্বংসস্তূপের নিচে আরও হতাহত থাকতে পারে এবং বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স দল এখনও তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমান সানার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এবং আল-নাহদাইন সামরিক ক্যাম্পে ১৩টি হামলা চালায়। এছাড়াও, শহরের দক্ষিণের হাদ্দা এলাকা এবং সানার কেন্দ্রে শা'উব-এ অবস্থিত নিরাপত্তা ও গোয়েন্দা পরিষেবার সদর দপ্তর-এও আঘাত হানে। আবাসিক এলাকাও হামলার লক্ষ্যবস্তু ছিল। এর মধ্যে মা'ইন জেলার আল-রুকাস স্ট্রিট-এ এবং আল-সাবিন জেলার হাদ্দা-র আরেকটি আবাসিক এলাকায় পৃথকভাবে হামলা চালানো হয়।

উল্লেখ্য, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত-এ ড্রোন হামলার দায় স্বীকার করার একদিন পরই সানায় এই বিমান হামলা চালানো হলো। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতিরা নিয়মিতভাবে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

সূত্র :Middle East Monitor