কাপ্তাইয়ে “ক্লাইমেট ট্রি ইনিশিয়েটিভ প্রোগ্রাম” এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সারা দেশের ন্যায় “ক্লাইমেট ট্রি ইনিশিয়েটিভ প্রোগ্রাম ২০২৫” বৃক্ষরোপণ কর্মসূচি এর অংশ হিসেবে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ বছরের মূল স্লোগান ছিল, “গাছ লাগান, নিজেকে বাঁচান”।
রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে কাপ্তাইয়ে আম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন।
কর্মসূচিতে সহযোগিতা করেন মোঃ নুরুস সাবাহ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলো কাপ্তাই ব্লাড ব্যাংক।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই সমাজ সেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান, কাপ্তাই খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ বোস,ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের বিজয় মারমা, কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ক্লাইমেট ট্রি ইনিশিয়েটিভ প্রোগ্রামের ডিস্ট্রিক্ট লিডার বীর কুমার তনচংগ্যা, কাপ্তাই বনবিভাগের প্রতিনিধি মো: ওসমান গনি, সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, সাংবাদিক রিপন মারমা, সাংবাদিক মাসুম বাবুল।
এছাড়াও কাপ্তাই ব্লাড ব্যাংক ও কাপ্তাই বি পজেটিভ সংগঠনের কর্মকর্তা সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ভলান্টিয়ার বৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই উদ্যোগকে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দেওয়া হবে।
Comments