Image description

যশোরের বেনাপোল পৌরসভার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ১২ কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ পেয়েছে বাংলাদেশ নৌ-বাহিনী। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে বেনাপোল পৌর সভাকক্ষে নৌ-বাহিনীর ঠিকাদারী প্রতিষ্ঠান ‘ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড’-এর সঙ্গে এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়। পরে প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

চুক্তি স্বাক্ষর ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌরসভার প্রশাসক ডা. কাজী নাজিব হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার খালিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন শার্শা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম, পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশ্বাস, নৌ-বাহিনীর অফিসার সিডিআর খালিদুল ইসলাম পিএসসি, বিএন, ডেপুটি জেনারেল ম্যানেজার (প্লানিং এন্ড ডিজাইন) এবং বেনাপোল পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

পৌরসভা সূত্রে জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘রেসিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)’ প্রকল্পের আওতায় এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় বেনাপোল-বাহাদুরপুর সড়ক, বড়আঁচড়া-দৌলতপুর সড়ক, বড়আঁচড়া-ছোটআঁচড়া লিংক সড়ক, ড্রেন নির্মাণ এবং স্ট্রিট লাইট স্থাপনের কাজ করা হবে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা। কাজটি আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে শুরু হবে এবং ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সংস্কারবিহীন অবস্থায় থাকা পৌরভবনের যাতায়াত সড়কটির কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা পৌর প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে গত ১৫ মে পৌর প্রশাসক ফেসবুকে জানিয়েছিলেন, বেনাপোল-বাহাদুরপুর সড়কের ১.৫ কিলোমিটার রাস্তার কাজ দ্রুত শুরু হবে। এই ঘোষণার পর স্থানীয়দের মধ্যে প্রত্যাশা বেড়েছিল, যা এখন বাস্তবায়নের পথে।

এই প্রকল্পের মাধ্যমে বেনাপোল পৌরসভার সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও আলোকসজ্জার উন্নয়ন ঘটবে, যা এলাকার জনজীবনকে আরও সহজ ও নিরাপদ করবে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এই উন্নয়ন কার্যক্রম সময়মতো সম্পন্ন হলে বেনাপোল পৌর এলাকার সার্বিক অবকাঠামো উন্নত হবে।