পরশুরামে নিয়মবহির্ভূত পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

ফেনীর পরশুরামে লাইসেন্স ছাড়া ও নিয়মবহির্ভূতভাবে পেট্রোল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আকতার নূর।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পরশুরাম বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে লাইসেন্স ছাড়া পেট্রোল বিক্রির অপরাধে পেট্রোলিয়াম সংশ্লিষ্ট আইন ২০১৬-এর ২১(১)(খ) ধারার অধীনে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—ঘাটগড়ের লোকমান হোসেন (৩ হাজার টাকা) এবং অনন্তপুর কলেজ রোডের রুহুল আমিন (৫০০ টাকা)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আকতার নূর মানব কণ্ঠকে জানান, “লাইসেন্স ছাড়া এবং নিয়মবহির্ভূতভাবে পেট্রোল বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, নিয়মবহির্ভূতভাবে পেট্রোল বিক্রি জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনার মাধ্যমে কর্তৃপক্ষ জনস্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে।
Comments