Image description

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক এবং মানবিক ভালোবাসার প্রতীক। এই উৎসব মানুষকে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা এবং পারস্পরিক সম্পর্কের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। আজ ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, “দেবী দুর্গার বন্দনার মাধ্যমে কেবল ভক্তিই প্রকাশ পায় না, বরং প্রকৃতির প্রতি ভালোবাসা এবং তাকে রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত হয়।” তিনি জানান, পূজায় ধান, কলা, কচু, ডালিমসহ বিভিন্ন ফসলের ব্যবহার প্রকৃতির সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। বর্তমান সময়ে পরিবেশ ধ্বংস, খাদ্যসংকট এবং বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জের মধ্যে দুর্গাপূজার মতো উৎসব প্রকৃতির গুরুত্ব এবং মানবিক মূল্যবোধ, ভালোবাসা ও ঐক্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে।

কুমারী পূজা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “কুমারী পূজা নারীর প্রতি সম্মান ও মর্যাদার প্রতীক। দেবী দুর্গার দশ হাতে নারীর শক্তি প্রকাশ পায়, আর কুমারী পূজার মাধ্যমে সেই শক্তি ও মর্যাদাকে স্বীকৃতি দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আমাদের সবার দেশ। এখানে বিভাজনের কোনো স্থান নেই। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আমরা দেশকে এগিয়ে নিতে পারব।” এ সময় মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত দেব, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর, পরিষদের উপদেষ্টা শ্রী সুব্রত চৌধুরী এবং বিশিষ্ট চিকিৎসক ডা. অরূপ রতন চৌধুরী উপস্থিত ছিলেন।

দুর্গাপূজার এই বার্তা আমাদেরকে প্রকৃতি ও মানবিক সম্পর্কের গুরুত্ব পুনর্বিবেচনার সুযোগ করে দেয়, যা বর্তমান সময়ে আরও বেশি প্রাসঙ্গিক।