Image description

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি হোগলাপাশা, বনগ্রাম, দৈবজ্ঞহাটি, বারইখালী, জিউধারাসহ উপজেলার বিভিন্ন এলাকার সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ পর্যালোচনা করেন এবং ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে ড. ওবায়দুল ইসলাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ উৎসব উদযাপনে পাশে থাকবে।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, ওয়াহিদুজ্জামান পল্টু, ফারজানা জাহান নিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান ইয়াদ, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আল আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রেজাউল করিম সোহাগ, যুবদল নেতা মেয়র তালুকদার, পৌর মহিলা দলের নেত্রী মাহমুদা খানমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বুধবার (১ অক্টোবর) সকাল থেকে সারাদিন ব্যাপী ড. ওবায়দুল ইসলাম বহুরবুনিয়া, ফুলহাতা, পঞ্চকরন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। বিকেল ৪টায় মোরেলগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি পূজা মণ্ডপ কমিটির কাছে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বলেন, “ভবিষ্যতেও বিএনপি সকল ধর্মের মানুষের পাশে থেকে নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব উদযাপনে ভূমিকা রাখবে।”

অন্যদিকে, কাজী খায়রুজ্জামান শিপন, ড. কাজী মনিরুজ্জামান মনির এবং মো. মনিরুল হক ফরাজি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। তাদের সঙ্গে ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।

শারদীয় দুর্গোৎসবের এই পরিদর্শন ও সহযোগিতার মাধ্যমে বিএনপি স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।