
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে সদর উপজেলা বিএনপি।
বুধবার (১ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা, মিতরা, পালড়া, বার্তা ও কেওরজানি এলাকায় এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল হকের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা মহল্লা ও বাজারে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন চান। এ সময় উপস্থিত ছিলেন বেতিলা-মিতরা ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি রতন মাহমুদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
প্রচারণার সময় মো. ফজলুল হক বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক। আফরোজা খানম রিতা মানিকগঞ্জের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন। আমরা আশা করি, মানিকগঞ্জবাসী ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে সফল করবেন।”
তিনি আরও বলেন, “দেশে আজ ন্যায়বিচার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা নেই। এই অবস্থা থেকে উত্তরণের জন্য গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের জয় মানেই জনগণের জয়।”
প্রচারণাকালে বিএনপির নেতারা স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও দুঃখ-দুর্দশার কথা শুনেছেন। তারা আশ্বাস দিয়েছেন, আফরোজা খানম রিতা নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, শিক্ষাখাতের অগ্রগতি, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।
স্থানীয় বাসিন্দারা ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ স্বাগত জানান। তারা আফরোজা খানমের নেতৃত্বে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
Comments