Image description

বিজয়া দশমী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর আওতাধীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুর্গাপূজার শেষ দিনে প্রতিমা বিসর্জন ও সংশ্লিষ্ট অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে র‌্যাব পূর্ণ প্রস্তুত রয়েছে। সিদ্ধিরগঞ্জের ৮টি পূজামণ্ডপসহ আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন জানান, প্রতিমা বিসর্জনের সময় ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। এ সময় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “জনগণের সুরক্ষা নিশ্চিত করতে আমরা অতিরিক্ত টহল ও মোবাইল টিমের সংখ্যা বাড়িয়েছি। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বিসর্জন ঘাট ও মণ্ডপ এলাকায় নিবিড় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।”

নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত প্রসঙ্গে তিনি আরও বলেন, সাদা পোশাকে র‌্যাব সদস্যরা মাঠে নিয়োজিত রয়েছেন। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক মাঠে সক্রিয় রয়েছেন। “আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন উৎসব উদযাপন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য,” যোগ করেন তিনি।

প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় হাজারো ভক্ত ও দর্শনার্থী প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অংশ নেবেন। র‌্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তদের এই আনুষ্ঠানিকতা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শেষ মুহূর্ত পর্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হবে।