Image description

| ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ নিম্নচাপটি মোংলা বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এরই মধ্যে নিম্নচাপের প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলে বুধবার গভীর রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দিনভর সূর্যের দেখা মেলেনি, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

মোংলা বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দরে সার, গ্যাস, কয়লা ও ক্লিংকারসহ পণ্যবাহী সাতটি বিদেশি জাহাজ অবস্থান করছে।  দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে এগুলোতে পণ্যবোঝাই ও খালাসের কাজ বিঘ্নিত হচ্ছে।  বিশেষ করে, বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় সার খালাসের কাজ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সাগর ও সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপদে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মোংলা আবহাওয়া অধিদফতরের ইনচার্জ মো. হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এটি অব্যাহত থাকবে। নিম্নচাপটির উৎপত্তিস্থলের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যবেক্ষণ মোতাবেক পরবর্তী সময়ে এর গতিবিধি সম্পর্কে জানানো হবে।’