Image description

| প্রতীকী ছবি

পাকিস্তানে প্রেমের একটি বিয়েকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত দু’জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) পাঞ্জাব প্রদেশের পাকপত্তনের আরিফাবাদ গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় আরাইন এবং পানওয়ার সম্প্রদায়ের সদস্যদের মধ্যে প্রচণ্ড গুলি বিনিময় হয়।  সহিংসতায়, আরাইন সম্প্রদায়ের গোলাম মুর্তজা (৫০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং একই গ্রুপের আরও চারজন গুরুতর আহত হয়।

এছাড়াও, সংঘর্ষের সময় মুনির নামের অপর গ্রুপের এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। একই গ্রুপের আরও একজন গুলিতে আহত হয়েছেন। 

খবর পেয়ে জেলা পুলিশ অফিসার (ডিপিও) জাভেদ চাদহারের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকাটি ঘিরে ফেলে। 

ডিএসপি চৌধুরী ইনামুল হক এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করেছেন। নিহত গোলাম মুর্তজার ছেলে মুহাম্মদ আসিফের অভিযোগের ভিত্তিতে কল্যাণা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।