Image description

শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দাপুটে ব্যাটিংয়ে এগিয়ে গেলেও রশিদ খানের ঘূর্ণি ও নূর আহমেদের আঘাতে ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে যায়। তবে শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

আফগানিস্তানের ইনিংস: ১৫১/৯

টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপের মুখে পড়ে। নাসুম আহমেদের ঘূর্ণিতে চতুর্থ ওভারে ১৫ রানে বোল্ড হন ওপেনার ইব্রাহিম জাদরান। তার ১০ বলে ৩ চারে ১৫ রানের ইনিংস শেষ হতেই ভাঙে ২৫ রানের শুরুর জুটি। পরের ওভারে তানজিম হাসান সাকিবের বলে ১০ রানে ক্যাচ দিয়ে ফিরেন আরেক ওপেনার সেদিকুল্লাহ অটল। পাওয়ার প্লের শেষ ওভারে রানআউটে ফিরেন দারউইশ রাসুলি, ফলে ৩১ রানে তৃতীয় উইকেট হারায় আফগানরা।

পাওয়ার প্লের ৬ ওভারে ৩৩ রানে ৩ উইকেট হারানোর পর রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই পঞ্চম উইকেটে ৩৩ রানের জুটি গড়েন। তবে রিশাদ হোসেনের ঘূর্ণিতে ১৮ রানে ওমরজাই ক্যাচ দিলে ভাঙে এই জুটি। এরপর গুরবাজ ও মোহাম্মদ নবীর ২২ রানের জুটি গড়ে। ১৪.৫ ওভারে তানজিমের বলে ক্যাচ দিয়ে ৩১ বলে ৪০ রান করে ফিরেন গুরবাজ। তার ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কা।

শেষ দিকে মোহাম্মদ নবী ও শরফুদ্দিন আশরাফের ক্যামিওতে আফগানিস্তানের স্কোর দেড়শ পার হয়। নবী ২৫ বলে ৩৮ রান করেন, যার মধ্যে ছিল ১ চার ও ৪ ছক্কা। তাকে ফেরান তাসকিন আহমেদ। শরফুদ্দিন ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। রশিদ খান মাত্র ৪ রানে মোস্তাফিজুর রহমানের বলে গ্লাভসবন্দি হন। শেষ বলে নূর আহমেদ রানআউট হলে ১৫১ রানে থামে আফগানিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নেন। রিশাদ হোসেন ও তানজিম হাসান দুটি করে উইকেট পান।

বাংলাদেশের ইনিংস: ঝড়ো শুরু, রশিদের ঘূর্ণিতে ধস

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান দুর্দান্ত শুরু করেন। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫০ রান তুলে নেন তারা। পারভেজ দুবার জীবন পেয়ে ৩৫ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলেন। তানজিদও ৩৪ বলে ফিফটি পূর্ণ করেন। ১১.৪ ওভারে ১০৯ রানের জুটি ভাঙেন ফরিদ আহমেদ, পারভেজকে ৫৪ রানে এলবিডাব্লিউ করেন। তার ৩৭ বলের ইনিংসে ছিল ৪ চার ও ৩ ছক্কা।

এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রশিদ খান। ১৩তম ওভারে সাইফ হাসান (০) ও তানজিদ (৫১)কে ফিরিয়ে জোড়া আঘাত হানেন। তানজিদের ৩৭ বলের ইনিংসে ছিল ৩ চার ও ৩ ছক্কা। ১৫তম ওভারে আবারও জোড়া আঘাতে জাকের আলী (৬) ও শামীম হোসেনকে (০) এলবিডাব্লিউ করেন রশিদ। ফলে ৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। নূর আহমেদ তানজিম হাসানকে (০) এলবিডাব্লিউ করে ষষ্ঠ উইকেট তুলে নেন, তখন দলের রান ১১৮।

শেষ পর্যন্ত জয়ের হাসি

একপ্রান্তে উইকেট পড়লেও ধৈর্য ধরে খেলে দলকে জয়ের দিকে এগিয়ে নেন অধিনায়ক জাকের আলী ও নুরুল হাসান। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

দুই দলের একাদশ

বাংলাদেশ: জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, শরফুদ্দিন আশরাফ, নূর আহমেদ, মোহাম্মদ ইশাক, ফরিদ আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৫৩/৬ (রিশাদ হোসেন ১৪*, নুরুল হাসান সোহান ২৩*; পারভেজ হোসেন ৫৪, সাইফ হাসান ০, তানজিদ হাসান ৫১, জাকের আলী ৬, শামীম হোসেন ০, তানজিম হাসান ০)

আফগানিস্তান: ২০ ওভারে ১৫১/৯ (শরফুদ্দিন আশরাফ ১৭*; ইব্রাহিম জাদরান ১৫, সেদিকুল্লাহ অটল ১০, দারউইশ রাসুলি ০, মোহাম্মদ ইশাক ১, আজমতউল্লাহ ওমরজাই ১৮, রহমানউল্লাহ গুরবাজ ৪০, মোহাম্মদ নবী ৩৮, রশিদ খান ৪, নূর আহমেদ ৬)।