Image description

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শত্রুতার জেরে মুলা ক্ষেতে বিষাক্ত কীটনাশক ছিটিয়ে কৃষকের স্বপ্ন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে কৃষকের প্রায় ২ বিঘা জমির মুলা নষ্ট হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে। 

এ ঘটনায় একই গ্রামের মোঃ দিলদার হোসেন, গোলজার হোসেন, সজীব মিয়া, বুদা ও মুসা মিয়াসহ ৫জনকে অভিযুক্ত করে থানায় এজাহার দাখিল করা হয়েছে।  

এজাহার সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদের জেলানী ৬০ শতক জমি তার কবলা খরিদ সম্পত্তি। আমার নামে বি,আর, এস খতিয়ান প্রস্তুত আছে। দীর্ঘদিন ধরে চাষাবাদসহ ভোগদখল করে আসছিলেন। কিন্তু একই গ্রামে দিলদার হোসেন ও গোলজার হোসেনসহ কয়েকজন ব্যক্তি নিজেদের জমির অংশীদার দাবি করেন। উক্ত বিষয়ে আদালতে মামলা বিচারাধীন আছে।

আব্দুল কাদের জেলানী বলেন, জমিতে গিয়ে দেখি সব মুলা গাছ পুড়ে হলুদ হয়ে গেছে। যোগসাজসে, পূর্ব-পরিকিল্পতভাবে বিরোধপূর্ণ জমির মামলা-মোকদ্দমার জের ধরে রোববার দিবাগত রাতের কোন সময়ে ৬০ শতক মুলার জমিতে গ্রামোক্সন জাতীয় ফসল নিধন ঔষধ স্প্রে করেছে। ফলে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা ক্ষতি সাধন হয়। 
এর আগেও তারা বিভিন্ন সময়ে এভাবেই ক্ষেতের ফসল নষ্ট করেছে। নিরুপায় তাদের নামে থানায় এজাহার দাখিল করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবী করছি। 

এ ব্যাপারে দিলদার হোসেন ও গোলজারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেন। তারা বলেন, তাদেরকে মিথ্যা দোষারোপ করা হচ্ছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।