Image description

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া কাচাবাজারে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির দোকানের সামনে রাস্তা দখল করে প্রায় দেড় বছর ধরে অবৈধভাবে ফলের দোকান দেয়ার অভিযোগ উঠেছে আলমগীর শেখ ও পলাশ শেখ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। 

সোমবার (৬ অক্টোবর) দুপুরে সরেজমিনে লোহাগড়া বাজারের কাচাবাজারে অবস্থিত দোকান ঘরের সামনে অবৈধভাবে গড়ে তোলা ফলের দোকান বসানোর ঘটনার সত্যতা মিলেছে তবে এদিন দোকটি বন্ধ পাওয়া যায়।

অভিযুক্ত দুই ব্যক্তি উপজেলার লোহাগড়া গ্রামের আজিম শেখের ছেলে আলমগীর শেখ এবং রহমান শেখের ছেলে পলাশ শেখ।

ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করেন, লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌরসভার ৮৯ নং লোহাগড়া মৌজায় ৯০৬ নং দাগের উপর নির্মিত লোহাগড়া কাচাবাজারে অবস্থিত দোকানঘর পরিচালনা করে আসছি। প্রায় দেড় বছর ধরে আলমগীর ও পলাশ শেখ আমার দোকান ঘরের সামনে জায়গা দখল করে ফলের দোকান বসিয়ে ব্যবসা করছে। এতে তিনি বাধা প্রদান করলেও অভিযুক্তরা কর্ণপাত করেনি। এ নিয়ে একাধিকবার বাজার কমিটিসহ স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে সমাধানের চেষ্টা করেও কোন লাভ হয়নি। তার দোকনঘরের সামনের জায়গা দখল করায় তিনি ব্যবসা সঠিকভাবে করতে পারছেন না বলেও অভিযোগ করেন। এ নিয়ে তিনি লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে এসব অভিযোগের ব্যাপারে জানতে সরেজমিনে সোমবার দোকানটির সামনে গিয়ে তা বন্ধ পাওয়া যায়। দোকানটির ভিডিও ধারণ করতে গেলে আলমগীর শেখ বাধা দেন ও সাংবাদিকদের সাথে অশোভন আচরন করেন। অন্যদিকে আরেক অভিযুক্ত পলাশ শেখের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। যেকারনে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বলেন, “অবৈধভাবে একজনের দোকানঘরের রাস্তা বন্ধ করে ফলের দোকান স্থাপন করার বিষয়টি আমাদের নজরে এসেছে। এর আগেও ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে সতর্ক করা হয় এবং দোকানঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা নির্দেশনা অমান্য করে দোকান সরায়নি। এ ঘটনায় ইতোমধ্যে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”