Image description

ডলারের বাজার স্থিতিশীল রাখার প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে আরও ১০৪ মিলিয়ন ডলার কিনেছে।

আজ সোমবার (৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক ১২১ টাকা ৮০ পয়সা দরে আটটি ব্যাংক থেকে নিলামের মাধ্যমে এই ডলার ক্রয় করে। চলতি বছর জুলাই থেকে এ পর্যন্ত মোট ১.৯৮ বিলিয়ন ডলার কেনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

নিলামের মাধ্যমে ডলার কেনার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৬.৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ব্যাংকার ও অর্থনীতিবিদরা মনে করছেন, ডলারের দরে একরকম স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ কারণেই বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কিনছে। যদি কেন্দ্রীয় ব্যাংক এই ডলার না কিনত, তাহলে বৈদেশিক মুদ্রাটির দর কমে যেত। ডলারের দর বেড়ে যাওয়া যেমন অর্থনীতির জন্য ভালো নয়, তেমনি অতিরিক্ত কমে যাওয়াও ভালো নয়।

বর্তমানে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার ফলে রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকও এই দুটি গুরুত্বপূর্ণ সূচকের প্রবাহ ইতিবাচক রাখার লক্ষ্যেই নিলামের মাধ্যমে ডলার কিনছে। একই সঙ্গে, ডলার কেনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তার রিজার্ভও বৃদ্ধি করছে।