Image description

পটুয়াখালীর দুমকিতে ‘স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যে আলোচনা সভা ও নানা আনুষ্ঠানিকতায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. এজাজুল হক।

অনুষ্ঠানে কন্যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা এবং স্থানীয় সমাজ, প্রশাসন ও সংগঠনগুলোকে মেয়েদের সক্ষমতা বৃদ্ধি ও সমতা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আল-আমীন, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক আবুল হোসেন ও ছাত্র সমন্বয়ক সাজ্জাদ হোসেন দুর্জয়।

প্রোগ্রামে বক্তব্য ও দিকনির্দেশনার মধ্য দিয়ে স্থানীয় স্তরে কন্যাশিক্ষার সুযোগ বৃদ্ধিসহ সুরক্ষা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেয়া হয়।