
কুড়িগ্রামের চিলমারীতে পরিত্যক্ত পানির হাউজে ডুবে মো. শামীম মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় উপজেলার রমনা ব্যাপারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম ওই এলাকার মমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে শিশু শামীম খেলতে খেলতে বন্দর নির্মাণ প্রকল্পের আওতাধীন একটি এলাকায় চলে যায়। অসাবধানতাবশত সে খোলা পানির হাউজে পড়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, বন্দর নির্মাণ প্রকল্পের ওই পানির হাউজটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিপজ্জনক হওয়া সত্ত্বেও সেখানে কোনো সতর্কতামূলক চিহ্ন বা নিরাপত্তা বেড়া নেই। বন্দর নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকল্প কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে বন্দর নির্মাণ প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।
Comments