Image description

বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং জনসেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, কৃষি, মৎস্য, সমাজসেবা, যুব উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নতির বিষয়ে তাদের মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, শোলক ইউনিয়ন চেয়ারম্যান সরদার আব্দুল হালিম, জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবি রানী দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. নূর হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুব্রত রায় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম।

এছাড়াও, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মো. খোকন সরদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম।

সাংবাদিকদের মধ্যে উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদার এবং সিনিয়র সাংবাদিক মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের পক্ষে প্যানেল চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বা তাদের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, অবৈধ কার্যকলাপ রোধ, এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া, উপজেলার কৃষি, মৎস্য, যুব উন্নয়ন, সমাজসেবা এবং অবকাঠামো উন্নয়নের জন্য চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত প্রচেষ্টার উপর জোর দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি উপজেলার উন্নয়নমূলক কার্যক্রমে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা সকলে মিলে উজিরপুরকে একটি সমৃদ্ধ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছি।”

সভায় উপস্থিত সকলেই উজিরপুরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।