Image description

গত ম্যাচে দারুণ বোলিং করা তানজিম সাকিব আজ বল হাতে ইনিংস ওপেন করেন। নতুন বলে দারুণ বোলিং করেছেন তিনি। অপর প্রান্তে আক্রমণে আসেন একাদশে থাকা আরেক পেসার মুস্তাফিজ। দারুণ লাইন-লেংথে আফগানদের রানের চাকা টেনে ধরেন তিনি।

মুস্তাফিজকে দেখে-শুনে খেলায় আরেক প্রান্তে থাকা সাকিবকে আক্রমণ করতে যায় আফগানিস্তান। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি লেগ স্টাম্পের ওপর খাটো লেংথে করেছিলেন সাকিব। সেখানে পুল করতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি রহমানুল্লাহ গুরবাজ। তাতে ডিপ স্কয়ার লেগে জাকের আলির হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ১১ বলে ১১ রান করেছেন এই ওপেনার।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এই দুজনের বদলে একাদশে ফিরেছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। অর্থাৎ, একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে, একাদশে কোনো পরিবর্তন করেনি আফগানিস্তান।

পরিসংখ্যানের দিক দিয়ে ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে টাইগাররা। ৯ ম্যাচে জয় পেয়েছে আফগানরা।