
হলিউড তারকা সেলেনা গোমেজকে সম্প্রতি দেখা গেছে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বেল-এয়ার হোটেল থেকে বের হতে- আর তার সাজসজ্জা যেন এখনো নববধূর আভায় মোড়া।
৩৩ বছর বয়সী ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ অভিনেত্রী গত সেপ্টেম্বরের শেষ দিকে সঙ্গীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোকে বিয়ে করেন। তবে বিয়ের পরও তার ফ্যাশনে রয়ে গেছে সেই সাদা পোশাকের নান্দনিক ছোঁয়া।
সেলেনাকে দেখা যায় এক প্রবাহমান সাদা পোশাকে, যার ফুলানো হাতা ও কুঁচি করা ওপরাংশে ফুটে উঠেছে অনন্য শৈলী। সঙ্গে ছিল ক্রিম রঙের ফ্ল্যাট জুতো- পাতলা স্ট্র্যাপের নরম সৌন্দর্যে সম্পূর্ণ লুকটিকে আরও মার্জিত করে তুলেছে। হাতে ছোট একটি বাক্স ও মোবাইল ফোন নিয়ে গাড়ির অপেক্ষায় ছিলেন তিনি।
মেকআপে ছিল ন্যাচারাল টোন, চুল খোলা- সব মিলিয়ে তার উপস্থিতি যেন এক শান্ত, চিরন্তন সৌন্দর্যের প্রতিচ্ছবি।
সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কোর বিয়ে হয় সেপ্টেম্বরের শেষ দিকে, একান্ত পরিবেশে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলর সুইফটসহ একাধিক তারকা, এবং সেলেনার সিরিজের সহ-অভিনেতা স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট। হলিউডের অন্যতম আলোচিত এই বিয়ে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে।
তবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সেলেনার দীর্ঘদিনের বন্ধু ও কিডনি দাতা ফ্রানসিয়া রাইসা, যা নিয়ে গুঞ্জনও কম হয়নি।
Comments