Image description

রাজধানীর পুরান ঢাকায় সোমবার (১৩ অক্টোবর) সকালে বাসের ধাক্কায় ২০ বছর বয়সী ক্রিকেটার আশরাফুল ইসলাম আশিক নিহত হয়েছেন। এ সময় একজন যুবক আহত হয়েছেন। নিহত আশিকের মরদেহ চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, আশিক তার এক খালাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পুরান ঢাকার বাবুবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আশিক চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির হয়ে খেলতেন। তিনি একজন ওপেনার ব্যাটসম্যান ছিলেন এবং ঢাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক পর্যায়ের ছাত্র ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোখলেছুর রহমান গাজীর ছেলে।

চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও বিসিবির প্রশিক্ষক শামীম ফারুকী জানান, আশিক জেলা ও বিভাগীয় পর্যায়ে দক্ষতার সঙ্গে কয়েকটি ম্যাচ খেলে ইতোমধ্যেই প্রশংসা পেয়েছিলেন। তিনি একজন উদীয়মান ক্রিকেটার ছিলেন এবং ভবিষ্যৎ নিয়ে অনেক সম্ভাবনা রাখতেন।

শামীম আরো বলেন, আশিক শামীম পাটোয়ারীর মতো একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার হওয়ার পথে ছিলেন।