Image description

বগুড়ার শিবগঞ্জে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বুলবুল (৫৫) নামের এক কোল্ডস্টোরের শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহীও। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দেউলী রাস্তার নামক এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল একই উপজেলার দেউলী ইউনিয়নের মেঘাখোর্দ্দ গ্রামের মৃত বুদুর ছেলে। তিনি ভরিয়া এএইচজেড কোল্ডস্টোরে কাজ করতেন। এছাড়া তিনি বাকপ্রতিবন্ধীও ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুলবুল ইসলাম সন্ধ্যার সময় কোল্ডস্টোরে কাজ শেষ করে বাড়িতে যাচ্ছিলেন। দেউলী রাস্তার নামক এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের পশ্চিমপাশ থেকে পূর্বপাশে পার হওয়ার সময় বগুড়া দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বুলবুল। আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তারের কাছে পাঠানো হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানবকণ্ঠকে জানান, খবর পাওয়ার পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ পুলিশকে না জানিয়ে আগেই বাড়িতে নিয়ে যাওয়া উচিত হয়নি। পুলিশের কিছু আইনানুগ কাজ থাকে। তবে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।