চুনতি অভয়ারণ্যের ছড়া থেকে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে ২ হাজার ঘনফুট বালু জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের লুতু মিয়া ঘোনা এলাকার রাতার ছড়া থেকে প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে এই বালু জব্দ করে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন, বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারসহ বন বিভাগ এবং পুলিশ বাহিনীর সদস্যরা।
অভিযান প্রসঙ্গে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন বিভাগের জায়গা সুরক্ষিত রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
Comments