Image description

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে সুপ্রিম কোর্টের আইনজীবি সরদার আব্দুল জলিলের বাসভবনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ টাকা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ দলিলপত্র নিয়ে পালিয়েছে। ঘটনাটি তদন্তের জন্য আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

জানা গেছে, গত ১৩ অক্টোবর রাতে সরদার আব্দুল জলিলের রাংতার এলাকার বাসভবনে কেউ না থাকার সুযোগে চোরেরা দরজা ভেঙে ভবনে প্রবেশ করে। তারা ১৩ ভরি স্বর্ণালংকার, ভবন নির্মাণের জন্য রাখা ৪ লাখ ৭০ হাজার টাকা নগদ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র নিয়ে যায়। ঘটনার পর ১৫ অক্টোবর সরদার আব্দুল জলিল বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরমোহাম্মাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, “লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবির বাসভবনে এমন দুঃসাহসিক চুরির ঘটনা এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ তদন্তের মাধ্যমে চোরদের শনাক্ত ও চুরি যাওয়া সম্পদ উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে।