Image description

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘরে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে এক অসুস্থ বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামের গাদিঘাট মিত্বের হাটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। ঘরের মধ্যেই প্রাণ হারিয়েছেন অসুস্থ বৃদ্ধা ছামেলা বেগম (৬৮)। পরে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, মৃত ছামেলা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। ঘটনার সময় তার স্বামী আব্দুর রাজ্জাকসহ পরিবারের অন্যান্য সদস্যরা মেয়ের বাড়ি শ্রীনগর উপজেলার টেক্কা মার্কেটে অবস্থান করছিলেন। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ করে বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে। অসুস্থতার কারণে ছামেলা বেগম ঘর থেকে বের হতে না পারায় তিনি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে আব্দুর রাজ্জাকের বসতবাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরবর্তীতে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জানান, আগুনে বৃদ্ধার মরদেহ এমনভাবে পুড়েছে যে এটা আর মানুষের আকৃতি নেই। তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। স্বজনদের আবেদনের কারণে মানবিক বিষয়টি বিবেচনা করে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।