Image description

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক একটি নতুন বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে।

অধ্যাপক রীয়াজ তাঁর বক্তৃতায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহিদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন, তাঁদের আত্মত্যাগ ও অবদানের ফলেই এই ঐতিহাসিক সনদ তৈরি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই অভ্যুত্থান তারই বাস্তব রূপ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া এই ছাত্র-জনতার অভ্যুত্থান শেষ পর্যন্ত এক দফায় পরিণত হয় এবং এই জুলাই সনদ তারই একটি গুরুত্বপূর্ণ স্মারক।

ভবিষ্যৎ বাংলাদেশের পথ জুলাই সনদের মাধ্যমে তৈরি হবে উল্লেখ করে অধ্যাপক রীয়াজ বলেন, রাজনৈতিক মত ও পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমাদের সবাইকে একটি অভিন্ন লক্ষ্যে পৌঁছাতে হবে। যেকোনো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য, এবং জুলাই সনদ সেই ঐক্যের প্রথম ধাপ।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই সনদের মাধ্যমেই আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচারের ভিত্তিতে একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হব।