
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু রুপালি পর্দাতেই নন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। ভক্তদের সাথে নিজের বিভিন্ন মুহূর্ত ও ছবি প্রায়ই ভাগ করে নেন তিনি। তবে এই সক্রিয়তার কারণে মাঝে মাঝে তাকে বুলিংয়ের শিকারও হতে হয়। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বাদশ পর্বে জয়া আহসান এই বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বুলিং প্রসঙ্গে জয়া আহসান বলেন, "সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।"
অতীতের প্রতি নিজের গভীর টান নিয়েও কথা বলেন এই গুণী অভিনেত্রী। তার ভাষায়, "আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন।"
উল্লেখ্য, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি আগামী শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচারিত হবে।
Comments