Image description

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর একদিন আগে আজ ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় আনুষ্ঠানিকভাবে সিরিজের ট্রফি উন্মোচন করা হলো। এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শাই হোপ।

ঐতিহাসিক লালবাগ কেল্লার সামনে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে দুই অধিনায়ক সিরিজের ট্রফি হাতে তুলে নেন। সিরিজ শুরুর আগেই তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ দেখা যায়, যেখানে মনে হচ্ছিল মিরাজ যেন শাই হোপকে কেল্লার ইতিহাস সম্পর্কে ধারণা দিচ্ছেন। বর্তমানে ট্রফিটি দুজনেরই হাতে, তবে সিরিজ শেষে এটি কার হাতে উঠবে, তা দেখতে অপেক্ষা করতে হবে।

আলোকচিত্রীদের ডাকে সাড়া দিয়ে মিরাজ ও শাই হোপ হাসিমুখে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলেন। সংবাদমাধ্যমের ক্যামেরার ঝলকে লালবাগ কেল্লা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।