
আফগানিস্তানের কাছে বাজেভাবে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জামোচন আর বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র্যাংকিংয়ে উন্নতি- এই দুই উদ্দেশ্য মাথায় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারলো বাংলাদেশ। দুই বল বাকি থাকতেই ২০৭ রানে অলআউট হয় মিরাজরা।
অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের আগেও হ্যান্ডশেক প্রসঙ্গ, মিচেল মার্শ নীরবঅস্ট্রেলিয়া-ভারত ম্যাচের আগেও হ্যান্ডশেক প্রসঙ্গ, মিচেল মার্শ নীরব দুই বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটে ফিরেছে ওয়ানডে। অবশ্য তার আগেও যে খুব একটা ওয়ানডে ম্যাচ হয়েছিল শেরেবাংলায় তা নয়। কভিড পরিস্থিতির পর ২০২১ সাল থেকে এ পর্যন্ত মিরপুরে হয়েছে মাত্র ১২টি ওয়ানডে। যেখানে আগে ব্যাট করা দল জিতেছে ৬ বার। রান তাড়ায় জয় ৫ বার, একটি পণ্ড। এই ১২ ম্যাচে প্রথম ইনিংসে গড় সংগ্রহ ২৩০ রান। মিরপুরের আজকের কালো উইকেট আচরণে মন্থর হলেও সেই হিসাবে রান কমই হলো।
দুই ওপেনার সাইফ হাসান এবং অনেকদিন পর দলে ফেরা সৌম্য সরকার দুজনেই আউট হয়ে যান দ্রুতই। সাইফ ৬ বলে ৩ এবং সৌম্য করেছেন ৬ বলে ৪ রান। ৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ৭১ রানের জুটি গড়েন নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়। জুটি ভাঙে শান্তর বিদায়ে। ৬৩ বলে ৩২ রান করেন তিনি। হৃদয় তুলে নেন ফিফটি। কিন্তু তারপরেই আউট হয়ে যান ৯০ বলে ৫১ রান করে।
মালয়েশিয়ায় প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মেন্টর তামিম ইকবালমালয়েশিয়ায় প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মেন্টর তামিম ইকবাল
অভিষেক ম্যাচেই ব্যাটিংয়ে নজর কাড়েন মাহিদুল ইসলাম অংকন। প্রথমে হৃদয়ের সঙ্গে ৩৬ ও পরে মিরাজের সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন। অভিষেকে ফিফটির কাছাকাছি গিয়ে আউট হন রোস্টন চেজের ঘূর্ণিতে ৪৬ রানে। ৭৬ বলের ইনিংসে ৩ বাউন্ডারি তার। শেষ দিকে ২ ছক্কায় ১৩ বলে ২৬ রানের ক্যামিও খেলেন রিশাদ হোসেন।
উইন্ডিজদের হয়ে জেয়ডেন সিলস তিনটি উইকেট নে। দুটি করে শিকার চেজ ও জাস্টিন গ্রিভসের।
Comments