Image description

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ফ্লাইট ওঠা-নামা স্থগিত করা হয়েছে। শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমানবন্দরে আগুনের ঘটনায় রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এদিকে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করেছে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কার্যক্রম শেষে বিস্তারিত রিপোর্ট দেবে বলে উল্লেখ করেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, দুপুর আড়াইটায় খবর পাওয়া যায় ঢাকা বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো এলাকায় মালামালে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই সেখানে পাঁচটি ইউনিট পাঠানো হয়।