Image description

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহিদুল আহসান জিহাদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার রোডের একটি গলিতে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল আহসান জিহাদ টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, রোববার মাগরিবের নামাজের পর জিহাদ পলিটেকনিক ইনস্টিটিউটের ফি জমা দিতে কলেজ রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে কয়েকজন ছিনতাইকারী জিহাদ ও তার বন্ধু রহমান ও আরিফ হোসেনের গতিরোধ করে। পরে রহমান ও আরিফ দৌড়ে পালিয়ে যায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা জিহাদকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় জিহাদ ছিনতাইকারীদের ধাওয়া করার চেষ্টা করেন এবং ফুটপাতে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে পথেই তার মৃত্যু হয়।

পরে টঙ্গী পশ্চিম থানা অভিযান চালিয়ে এরশাদ নগর এলাকা থেকে সন্দেহভাজন চারজনকে আটক করে।