কুষ্টিয়ায় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন মানববন্ধন করেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টা হতে বেলা ১২টা পর্যন্ত কুষ্টিয়া সড়ক ভবনের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত চলমান কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা সংসদ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
পরে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত চলমান কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন সংসদের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম, সহ-সভাপতি জিয়াউল হক, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তফা ইসলামসহ প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা, অনতিবিলম্বে দাবিসমূহ মেনে নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
অন্যথায় কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণের জন্য কেন্দ্রীয় সংসদের প্রতি আহ্বান জানান।
Comments