Image description

কুষ্টিয়ায় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন মানববন্ধন করেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টা হতে বেলা ১২টা পর্যন্ত কুষ্টিয়া সড়ক ভবনের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত চলমান কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা সংসদ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। 

পরে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত চলমান কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন সংসদের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম, সহ-সভাপতি জিয়াউল হক, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তফা ইসলামসহ প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা, অনতিবিলম্বে দাবিসমূহ মেনে নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। 

অন্যথায় কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণের জন্য কেন্দ্রীয় সংসদের প্রতি আহ্বান জানান।