Image description

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৫ নম্বর বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম দারুল হুদা দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও সিন্ডিকেট চক্রের প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। অভিভাবকদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল রাতের আঁধারে গোপনে কমিটি গঠনের পাঁয়তারা করছে। এ ঘটনায় মাদরাসার ৬১ জন অভিভাবক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে দাখিল করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকায় প্রশাসনের তত্ত্বাবধানে সম্প্রতি নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। তবে অধিকাংশ অভিভাবককে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়নি বলে অভিযোগ উঠেছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৯ অক্টোবর, ২০২৫ এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৩ অক্টোবর। কিন্তু এর মধ্যেই গত ১১ অক্টোবর থেকে একদল শিক্ষক ও কুচক্রী মহল রাতের অন্ধকারে ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের ফরমে স্বাক্ষর নিচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

অভিযোগকারী অভিভাবক মোঃ মোন্নাফ মিয়া বলেন, "আমরা অভিভাবকরা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে নির্বাচনী প্রক্রিয়াকে বিকৃত করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্তপূর্বক অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, "বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। ইতিমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"