Image description

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পঁচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে মমিন হোটেল এন্ড রেস্টুরেন্টকে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় সদরপুর কলেজ মোড় এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার সকালে সদরপুর কলেজ মোড় এলাকার মমিন হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা ও বাসি খাবার বিক্রি, অপরিচ্ছন্ন রান্নাঘর এবং ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ খাবার মজুদ করার দায়ে হোটেল মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জেল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য আইনে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পঁচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি আরও বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভবিষ্যতে এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন। উপজেলার খাবার হোটেলগুলোতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। কেউ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।