Image description

কুমিল্লার মুরাদনগরে পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার (আড়াই) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হুমায়রা আক্তার কাগাতুয়া গ্রামের রেজাউল করিমের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলার ফাঁকে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় হুমায়রা। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।