Image description

মানবকণ্ঠ অনলাইন সংস্করণে ‘ধামরাইয়ে নতুন ভবনে রয়ে গেল শেখ হাসিনার নামফলক, স্থানীয়দের ক্ষোভ’ শিরোনামে সংবাদ প্রকাশের এক ঘণ্টার মধ্যেই ধামরাই উপজেলা পরিষদের নতুন ভবন থেকে শেখ হাসিনার নামফলক সরিয়ে ফেলা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরের দিকে সংবাদটি প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এলাকাজুড়ে।

সৈরাচারবিরোধী আন্দোলনের জুলাই যোদ্ধাসহ স্থানীয় এলাকাবাসী নামফলক অপসারণে সন্তোষ প্রকাশ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী একাধিক ছাত্র নেতা মানবকণ্ঠের সংবাদ প্রকাশের ভূয়সী প্রশংসা করেন।

শহীদ আফিকুল ইসলাম সাদের পিতা মো. শফিকুল ইসলাম উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে নতুন ভবনের নাম ‘শহীদ সাদ ভবন’ করার দাবি জানান।

সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম দ্রুত শেখ হাসিনার নামফলক অপসারণের নির্দেশ দেন। পরে কর্মচারীরা সেটি ভেঙে ফেলে।

স্থানীয় জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও এলাকাবাসী শেখ হাসিনার নামফলক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাই দ্রুত নামফলক অপসারণের পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন। অনেকে বলেন, “জুলাই যোদ্ধাদের অবদান দেশের গণতান্ত্রিক আন্দোলনে স্বীকৃতি পাওয়া উচিত।”