
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূএাপুর এলাকার
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭ টা ২০ মিনিটের দিকে জিএমএস কারখানার সামনে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা অ্যাম্বুলেন্সে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলার সুত্রাপুর এলাকায় পৌঁছালে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্স ড্রাইভার আগুন লাগার কারনে অ্যাম্বুলেন্স থেকে দ্রুত নেমে যায়৷ আগুনের লিলিহান শিখা দ্রুত সময়ে অ্যাম্বুলেন্সে ছড়িয়ে পড়ে । মুহূর্তের মধ্যেই অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও তবে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ কাছে যেতে সাহস পায়নি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণ বনে। এই নিয়ে মহাসড়কের এক পাশে সাময়িক গাড়ি চলাচল বন্ধ থাকলেও কিছুক্ষণের মধ্যে মহাসড়কের গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
Comments