Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার দায়ে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত এই অবৈধ জালের আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার বামনসুন্দর ও সাহেরখালী মাছঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে এই অভিযান চালানো হয়। তিনি বলেন, "সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মা ইলিশ সংরক্ষণে অভিযানে বামনসুন্দর ও সাহেরখালী মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৭টি চরঘেরা জাল, যার আনুমানিক দৈর্ঘ্য ৫০ হাজার মিটার, অবৈধভাবে ব্যবহৃত হওয়ায় তা জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ সময় পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে।"

উল্লেখ্য, এর আগে গত ১৬ অক্টোবর একই স্থানে অভিযান চালিয়ে ৩শ মিটার কারেন্ট জালসহ ৫০ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল।