Image description

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নে প্রায় ২০০ বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা। প্রতি বছর কার্তিক মাসে ভদ্রাসন সর্বজনীন কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসব এখন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।

ভদ্রাসন সর্বজনীন কালীপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বিমল ঘোষ ও সাধারণ সম্পাদক বাসুদেব শীল জানান, প্রায় দুই শতাব্দী আগে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এই পূজার সূচনা হয়। এরপর থেকে নিয়মিতভাবে ভক্তদের সহযোগিতা ও এলাকাবাসীর অংশগ্রহণে এ আয়োজন অব্যাহত রয়েছে।

পূজা উপলক্ষে ভদ্রাসন এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলায় রূপ নেয় এই আয়োজন। হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠে অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির দৃশ্য, যা স্থানীয় ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত।

পূজাকে কেন্দ্র করে কয়েক দিনব্যাপী চলে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী হাটবাজার। মেলায় স্থান পায় স্থানীয় হস্তশিল্প, খেলনা, মিষ্টান্ন, পোশাকসহ নানা পণ্যের দোকান। দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা ভিড় জমায় মেলায়। শিশু-কিশোর থেকে প্রবীণ—সব বয়সী মানুষের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা।

সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন, ঢাক-ঢোলের বাদ্য, আরতি ও আলোকসজ্জায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আলো, ধূপ ও ভক্তির সুরে ভদ্রাসন মন্দির প্রাঙ্গণ যেন এক পবিত্র সৌন্দর্যে সেজে ওঠে।

উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেন।

উদ্‌যাপন কমিটির নেতারা বলেন, দুই শতাব্দীর এই কালীপূজা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়—এটি ভদ্রাসনের ঐতিহ্য, ঐক্য ও সংস্কৃতির প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পূজা ও মেলা মানুষকে একসূত্রে বেঁধে রেখেছে। ভবিষ্যতেও এই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার প্রত্যাশা তাদের।