Image description

যোশরের মনিরামপুরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ নার্গিস বেগম (৩৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ঝাঁপা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঝাঁপা গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ অক্টোবর রাতে উপজেলার ঝাঁপা বাজারে অভিযান চালিয়ে চায়ের দোকান ও বাড়ি থেকে নার্গিস বেগম (৩৫) কে ৪৬৭ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬৫৪০ টাকাসহ গ্রেফতার করে। নার্গিস বেগম চায়ের দোকানের আড়ালে বেশ কিছুদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।

এ ব্যাপারে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খান বলেন, যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ নার্গিস বেগমকে গ্রেফতার করা হয়েছে। সে এলাকায় বেশ কিছুদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বুধবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও সন্ত্রাস নির্মূলে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।